ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী মো. মহিন উদ্দিনকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিন উদ্দিন উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান চৌধুরী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত তাকে স্ত্রী হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এসপি মো. শহীদুল ইসলাম আরও জানান, গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।