ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান আ. লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান আ. লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে তারা জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এ সময় জার্মান বাংলা প্রেসক্লাবের সাংবাদিক খান লিটন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নূরী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধুর সামাধি কমপ্লেক্স অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।