ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রচিকের পুকুরে মিলল নিখোঁজ ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
রচিকের পুকুরে মিলল নিখোঁজ ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে রংপুর চিনি কলের খামারের পুকুর থেকে কনক মিয়া (১৯) নামে নিখোঁজ ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নে রচিকের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কনক উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, কনক গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেন নি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।  

শনিবার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদিঘি নামক পুকুরের পানিতে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান এলাকাবাসী।  

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মৃতের স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।