ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ভোলা: দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হলো ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবন।
 
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

হাসপাতালের নতুন ভবনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার মানুষের স্বাস্থ্যসেবার দীর্ঘ ভোগান্তির অবসান হলো বলে মনে করছেন গ্রামবাসী।

২০১৩ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে সাত তলা বিশিষ্টি এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালে এটি নির্মান শেষ হওয়ার পর থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামীম আল ইয়ামিন, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, তত্বাবধায়ক ডা. লোকমান হাকিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবার মানউন্নয়ন হয়েছে। এখন মানুষ হাসপাতালে সেবা নিতে আসছেন, মানুষও সচেতন হয়েছেন।  

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি জেলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। করোনা টিকাদানে আমাদের দেশ বিশ্বের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এ সময় মন্ত্রী বলেন ডাক্তার-নার্সদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি হাসপাতালের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।