ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ারী থেকে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ওয়ারী থেকে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

ঢাকা: রাজধানীর ওয়ারী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

র‍্যাব বলছে, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

মাইদুল ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর এলাকার গাজী সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওয়ারী ১২ নম্বর নবাব স্ট্রিটে বাস করেন।  

বুধবার (১৮ জানুয়ারি) বিকালে র‍্যাব ১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানার বাবলী রোজ গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তায়েফ পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামতো স্থানে বিভিন্ন লোককে বিদেশি পিস্তলের ভয় দেখিয়ে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন।

গ্রেফতার সন্ত্রাসী তায়েফের বিরুদ্ধে ওয়ারী থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।