ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনা শিল্পকলা সাধারণ সম্পাদক অপসারণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বরগুনা শিল্পকলা সাধারণ সম্পাদক অপসারণের দাবিতে মানববন্ধন

বরগুনা: বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুনিরের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ শিল্পী গোলক সাহা ও রাইসুল ইসলাম।

সেখানে বক্তারা সাধারণ সম্পাদকের অপসারণ, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিতের আহবান জানান জেলা প্রশাসকের কাছে।

পরে সাধারণ শিল্পীরা বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি মো. হাবিবুর রহমানের কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।