ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীর মায়ের চি‌কিৎসা করাতে গিয়ে লাশ হলেন সাংবা‌দিক মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ছাত্রীর মায়ের চি‌কিৎসা করাতে গিয়ে লাশ হলেন সাংবা‌দিক মাসুদ স্বজনদের আহাজারি, ইনসাটে মাসুদ রানা।

বরিশাল: সাংবাদিক মাসুদ রানা বিভিন্ন সামাজিকমূলক কাজ করতে যেমন পছন্দ করতেন, তেমনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও ভালোবাসতেন। মাসুদ রানা সাংবাদিকতা ছাড়াও প্রাইভেট পড়াতেন।

তার মতো স্ত্রী মালা রাখাইনকে স্বাবলম্বী করতে উৎসাহ দিতেন মাসুদ রানা।

পরে একটি রেস্টুরেন্ট দেন তারা। প্রতিদিন ভোরে মালা সেই রেস্টুরেন্টের দেখভালের জন্য যেতেন। কিন্তু আজ ভোরে মালা আর সেখানে যায়নি, গাড়ি নিয়ে জাজিরায় যাচ্ছেন স্বামীর লাশ আনতে।

রোববার (১৭ জানুয়ারি) এক ছাত্রীর মায়ের চিকিৎসা করাতে যাওয়ার সময় পথে সোমবার (১৭ জানুয়ারি) ভোরে শরীয়তপুর জেলার জাজিরায় সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা নিহত হয়। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বার বার মুর্ছা যাচ্ছেন মালা। একটি দুর্ঘটনা শেষ করে দিলো তার সাজানো সংসার। মালার গগণবিদারী আর্তনাদ থামিয়ে দিচ্ছে সব।

আজ ভোরে শরীয়তপুর জেলার জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গতিনিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় নিহত হয়। নিহতরা হলেন- জাহানারা বেগম ওরফে নূরজাহান (৫৫), লুৎফুন্নাহার লিমা, তাদের স্বজন ফজলে রাব্বী (২৮) এবং চালক রবিউল, তার সহকারী জিলানী (২৮) ও সাংবাদিক মাসুদ রানা (২৮)।  

দুর্ঘটনায় মারা যাওয়া অন্য পাঁচজনের মধ্যে নূরজাহান বেগমের উন্নত চিকিৎসার জন্য তিনিও গিয়েছিল।

নূরজাহানের স্বজন ইয়াসিন মল্লিক বাংলানিউজকে বলেন, নূরজাহান বেগম আমার ভাবি। আমার ভাই লতিফ মল্লিক আমেরিকা প্রবাসী। এই ঘরে তার একটি মেয়ে লুৎফুন্নাহার লিমা। সেও দুর্ঘটনায় মারা গেছে। এছাড়া মারা যাওয়া ফজলে রাব্বী হলো আমার মামাতো ভাইয়ের ছেলে। সাংবাদিক মাসুদ রানা লুৎফুন্নাহার লিমার শিক্ষক ছিলেন।

ইয়াসিন জানান, আমরা এখনও মরদেহ বুঝে পায়নি। মরদেহ বুঝে পেলে গ্রামের বাড়ি বাউফলের কারখানা গ্রামে নিয়ে যাবো। আর ফজলে রাব্বীর মরদেহ দশমিনায় নিয়ে যাবো।

নূরজাহান বেগম দুইমাস ধরে অসুস্থ ছিলেন। এজন্য তারা বরিশালের কলেজ অ্যাভিনিউ লতিফ ম্যানশনে নিজের বাসায় ছিলেন। রোববার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে নূরজাহান অসুস্থ হয়ে পড়লে বরিশালের কেএমসি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় রেফার করলে রাত ১টার দিকে লতিফ ম্যানশনের সামনে থেকে যাত্রা করেন বলে জানান ওই ম্যানশনের একটি মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম।

সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান বলেন, মাসুদ রানা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। করোনার সময়ে তিনি অসহায় মানুষের জন্য সারাক্ষণ কাজ করেছেন। আমরা একসঙ্গেই কাজ করতাম। এভাবে তার চলে যাওয়া মানতে খুব কষ্ট হচ্ছে।

সাংবাদিক নূরুল আমিন রাসেল বলেন, মাসুদ রানা সব সময় অপরের উপকার করতে পছন্দ করতেন। তার শেষ যাত্রাও হলো অপরের উপকার করতে গিয়ে। এমন পরোপকারী মানুষ আমরা আর পাবো না।

জানা গেছে, নিহত সাংবাদিক মাসুদ রানা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তিনি দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।