ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর দারুস সালামে সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, ২০১৯ সালের ৩১ মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের কন্যা শিশুকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানাউল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পরদিন আসামি সানাউল্লাহকে গ্রেফতার করে পুলিশ। দুই বছর জেল হাজতে থাকার পর ২০২১ সালের মার্চ মাসে জামিনে বের হন তিনি। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান। গোয়েন্দা নজরধারীর ধারাবাহিকতায় গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানাউল্লাহকে গ্রেফতার করে র‌্যাব-২।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনুগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।