ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিপিজেএ নতুন কমিটির শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিপিজেএ নতুন কমিটির শ্রদ্ধা 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।  

সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহানউদ্দিন নেতৃত্বে সোমবার (১৬ জানুয়ারি)  রাজধানীর ধানমন্ডি ৩২ দুপুর দুইটায়  শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, আমরা শ্রদ্ধাভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। স্মরণ করি ৩০ লাখ শহীদকে, যারা জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। স্মরণ করি ২ লাখ নির্যাতিত মা-বোনদের, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিল, সম্ভ্রম হারিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহিদ উদ্দিন আহমেদ সায়মন,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এ মোমেন, নির্বাহী সদস্য আলামিন লিয়ন, মহুবার, মশিউর রহমান সুমন, এম এ মাসুমসহ বিপিজেএ সদস্যরা।  


বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।