ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ কয়েক লাখ মুসুল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এরপর প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসুল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী, দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লি অংশ নিয়েছেন। গত শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।

এ ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনেই কাটছে লাখ লাখ মুসল্লির দিন। তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে বিশ্ব ইজতেমা। শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসুল্লীরা সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে।

ইজতেমা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেশ-বিদেশ থেকে মুসুল্লিরা আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসুল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। পরদিন শুক্রবার জুম্মার নামাজে অংশ নেন তাবলীগ জামাত অনুসারীসহ আশপাশের কয়েক লাখ মুসুল্লি। এটি ছিল দেশের বৃহৎ জুম্মার নামাজ।

আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর ফের আমি বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আর রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩) বিশ্ব ইজতেমা।

উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় ৫ মুসুল্লি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।