ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধে প্রবাসীকে প্রাণনাশের হুমকি মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জেরে সবুজ মিয়া নামে এক প্রবাসীকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ভুক্তভোগী সৌদী প্রবাসী সবুজ মিয়াসহ এলাকার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।  

এ সময় বক্তারা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শহরের শিমরাইলকান্দি এলাকার তানজিনা বেগম, তার স্বামী আলমগীর মিয়া, গং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সবুজ মিয়াকে হয়রানিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। গত অক্টোবর মাসে সৌদী প্রবাসী সবুজ মিয়া তার শিমরাইলকান্দি (হাজী বাড়ি) এলাকায় ৫ শতক পৈতৃক ভূমিতে ভবন নির্মাণকাজ শুরু করলে তানজিনা ও আলমগীর গং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে অন্যথায় কাজ বন্ধ রাখার হুমকি দেয়। এ সময় তারা প্রাণণাশের হুমকি, মামলাসহ ভয়ভীতি দেখালে প্রবাসী সবুজের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।  

এ ব্যাপারে তিনি নিরাপত্তার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সঠিক তদন্তসহ দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।