ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
খাগড়াছড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি: পাহাড়ী এলাকায় শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানির সমস্যায় পড়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা। অবশেষে সেই সমস্যার সমাধান হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ফিরে আসে স্বস্তি।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে দীঘিনালার নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ির আহ্বায়ক পার্থ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭৮৫ মিটার সংযোগের মাধ্যমে নয়মাইল এলাকার ২৫০ পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন।

পরে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।