ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে মদপানে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
আড়াইহাজারে মদপানে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মদ পান করার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।  

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৪)। তিনি উপজেলার বিষনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের সিদ্দিকুল রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বিল্লাল নিজ এলাকায় ৫/৬ বন্ধুর সাথে মদ পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু বিল্লালের স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে যান। পরে শনিবার দুপুর ১২টার দিকে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে পুনরায় উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বিল্লাল হোসেনের মদের বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।