ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম একই এলাকার বাসিন্দা।  

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আবুল কালাম নিজের জমিতে গোবর ফেলার জন্য গর্ত করেন। এনিয়ে পাশের জমির মালিক আব্দুল গফুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি নিয়ে স্থানীয়রা বসে মীমাংসা করে দেন।  
কিন্তু এ ঘটনায় ক্ষোভ পুষে রাখেন আব্দুল গফুর মিয়া। বুধবার সকালে আবুল কালাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। এসময় আব্দুল গফুর ও তার লোকজন কালামকে মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।