ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে জামাল হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের নদীর পাড়ে বসে চালে ব্যবহার করা কীটনাশক ট্যাবলেট খান জামাল। জামাল পদ্মা গ্রামের মন্নান কাজীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারে কলহ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত ১০টার দিকে নদীর পাড়ে গিয়ে চালে ব্যবহারের কীটনাশক  ট্যাবলেট খান জামাল। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা নদীর পাড় থেকে জামালকে উদ্ধার করে  প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে  নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, এ রকম একটি খবর শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।