ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে বাসের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
গাংনীতে বাসের ধাক্কায় শিশু নিহত

মেহেরেপুর: মেহেরপুর—কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারজানা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর—কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।

নিহত ফারজানা খাতুন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ফারজানা রাস্তা পার হচ্ছিল এ সময় দ্রুতগামী যাত্রীবাহী বাস (মদিনা পরিবহন) তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলেই পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।