ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিখে নিন কাজল পরার নিয়ম

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
শিখে নিন কাজল পরার নিয়ম

প্রতিদিনের সাজগোজে কাজল ছাড়া ভাবাই যায় না। যিনি মেকআপের ধারপাশ দিয়েও হাঁটেন না, তিনিও কোথাও বেরোনোর আগে কাজলে অবশ্যই চোখ এঁকে নেন।

ঘরোয়া সাজগোজ থেকে পার্টি মেকআপ, যেভাবেই আপনি সাজুন না কেন, কাজল ছাড়া সাজ অসমাপ্ত। আর সঠিক কাজলটি বেছে নেওয়াও জরুরি। বাজারে ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ থেকে শুরু করে নানা ধরনের কাজল পাওয়া যায়। কিন্তু জানেন কি, আপনি কাজল কীভাবে লাগাচ্ছেন, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। আজ তাহলে শিখে নিন কাজল পরার নিয়ম:

* কাজল পরার সময় টেবিলের ওপর কনুইয়ের ভর দিন। হাত কাঁপবে না।
* যে চোখে কাজল পরছেন, সেই চোখ হালকা হাতে টেনে ধরুন। স্ট্রোক দিতে সুবিধে হবে।
* কাজল কখনও এক টানে পরবেন না। ছোট ছোট ধাপে পরাই সবচেয়ে ভালো।
* চোখের নিচের পাতার বাইরের দিকের কোণা থেকে কাজল পরা শুরু করুন। তাতে রং গাঢ় করতে পারবেন।
* আপনার চোখ যদি ছোট হয়, ভেতরের দিকের কোণায় কাজল পরবেন না। তাতে চোখ আরও ছোট দেখাতে পারে।
* স্মোকি ভাব আনতে ব্রাশ দিয়ে হালকা করে স্মাজ করে দিতে পারেন।
* ইচ্ছে হলে চোখের ওপরের পাতাতেও আই লাইনারের বদলে কাজল পরতে পারেন। তাতে চোখের পাতা অনেক বেশি ঘন আর কালো দেখাবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।