ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

লিসবনে ঈদ আয়োজনে মেহেদি উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫ পিএম, মার্চ ৩১, ২০২৫
লিসবনে ঈদ আয়োজনে মেহেদি উৎসব

দেশের ঈদ মানেই এক অন্যরকম আবেগ, ভালোবাসা আর উৎসবের আমেজ। পরিবার-পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত, সবার একসাথে ঈদের নামাজ আদায়, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো- সব মিলিয়ে এক অনন্য অনুভূতি।

কিন্তু প্রবাসীদের ঈদ কিছুটা ভিন্ন। অনেকেরই থাকে না প্রিয়জনদের সান্নিধ্য, চিরচেনা ঈদের আমেজ।
  
ব্যস্ততার মধ্যেও প্রবাসীরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন। কিছু জায়গায় প্রবাসীরা উদ্যোগ নিয়ে ঈদের বিশেষ আয়োজন করেন, যাতে সবাই মিলেমিশে উৎসবের আমেজ উপভোগ করতে পারেন। তেমনই এক আয়োজন হয়েছে পর্তুগালে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই চাঁদ রাতে মেহেদি হাতে রমনীর সাজ। আর তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয় গেল মেহেদি উৎসব। গত ২৯ মার্চ পর্তুগালের স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়।

ঈদ আয়োজনের এই উৎসবে অংশ নেন পর্তুগালে বসবাসরত প্রবাসী শিশু থেকে শুরু করে তরুণী এবং নারীরা। মেহেদি আর্টিস্টদের ব্যাস্ততা আর বাহারি নকশায় হাতে হাতে রাঙিয়ে উঠে মেহেদির সাজ। মেহেদির সাজে ঈদের এই আমেজ তৈরি হয়।  

পর্তুগাল মাল্টিকালচার একাডেমি এবং ফাস্ট সল্যুয়েশনস এর পৃষ্ঠপোষকতায় ইভেন্টটির আয়োজক এনসু ট্যুর এন্ড ইভেন্টস।  প্রবাসের এমন উদ্যোগকে স্বাগত জানান পর্তুগাল বাংলা কমিউনিটির বিভিন্ন ব্যাক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫

এমএম 
 

বাংলাদেশ সময়: ১০:৪৫ পিএম, মার্চ ৩১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।