ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার

লাইফস্টাইল ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার

মেকআপ করুন বা সানস্ক্রিন মাখুন, তার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। কিন্তু আপানার ত্বকের জন্য কোনটি উপযুক্ত, তা বুঝবেন কী করে? ময়েশ্চারাইজার বেছে নেওয়ার আগে ত্বকের ধরন জানতে হবে এবং শুষ্ক মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজারও বেছে নিতে হবে।

* তৈলাক্ত ত্বক

এই ধরনের ত্বক ওপর থেকে তেলতেলে হলেও, ত্বকের নিচের অংশে আর্দ্রতার অভাব হয়। এই ধরনের ত্বকের জন্য উপযোগী হলো লোশন বা হাইড্রেটিং জেল। ভিটামিন ‘সি, সেরামাইড রয়েছে এমন ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।

* শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ভালো। তবে তাতে ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড জাতীয় উপাদান থাকলে ভালো হবে।

* মিশ্র ত্বক

কারও ত্বক মিশ্রও হয়। নাক এবং কপালের অংশ তৈলাক্ত এবং বাকি মুখ শুষ্ক। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিন।

* স্পর্শকাতর ত্বক

স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজার কার্যকর হবে।

যেভাবে ব্যবহার করবেন

ত্বকে ময়েশ্চারাইজারের পাশাপাশি সানস্ক্রিনও জরুরি। দিনের বেলা বেরোতে হলে ময়েশ্চারাইজারের ওপর সানস্ক্রিন মাখতে পারেন। আবার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে পারে এসপিএফ যুক্ত এমন ময়েশ্চারাইজারও বেছে নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।