ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাবেক ফুটবলার আমিনুলসহ বিএনপির ৩০ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২০
সাবেক ফুটবলার আমিনুলসহ বিএনপির ৩০ জনের জামিন

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় পুলিশের দায়ের করা মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ দলটির অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০১ মার্চ) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন দেন।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
 
গত ২২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় আমিনুল ইসলামসহ ৩০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।