ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে ভারতীয় ওষুধের চালান জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
সিলেটে ভারতীয় ওষুধের চালান জব্দ, আটক ১

সিলেট: ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার (২৭ নভেম্বর) সকালে নগরের চৌকিদেখির নিকট বাঁশবাড়ী লাক্কাতুরা এস্টেট ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে থেকে একটি পিকআপ ভ্যানে থাকা ওষুধের চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় মারজান আবুল (২০) নামে পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।

তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার উত্তর রাজনগর গ্রামের বাসিন্দা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন ভূইয়ার নেতৃত্বে ঘটনাস্থল থেকে মারজানকে আটক করা হয়। ওষুধ বহনকারী গাড়িটি এসময় সিলেট শহরে ঢোকার চেষ্টা করছিল।

ওই সময় পিকআপ ভ্যান তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১৩ কার্টন ওষুধ পাওয়া যায়। যার মধ্যে সাত কার্টন DICLOFENAC SODIUM & PARACETAMOL ট্যাবলেট, দুই কার্টন Cyproheptadine Hydrochloride I.P. Practin সিরাপ ও চার কার্টন Saridon ট্যাবলেট রয়েছে। জব্দ করা ওষুধের মোট মূল্য ২৬ লাখ ৭৪ হাজার চারশ টাকা।

এ ব্যাপারে উপ পরিদর্শক (এসআই) শাওন মাহমুদ অপু বাদী হয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।