ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: মাহবুব উদ্দিন খোকন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন

ঢাকা: প্রথমবারের মতো বিচারক নিয়োগ অধ্যাদেশ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আইনটি বৈষম্যমূলক। একইসঙ্গে তিনি আইনটির সংশোধনের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। দীর্ঘদিনের দাবি ছিল বিচারক নিয়োগে আইন করা। শেষ পর্যন্ত তারা একটা আইন করেছে। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ৫৪ বছর পরে আইনটা (অধ্যাদেশ) হয়েছে। কিন্তু যে আইনটা দেখলাম, সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমি এটার সংশোধন দাবি করছি।

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে তাদের প্রতিনিধি আছে। আর সংখ্যাগরিষ্ঠ নিয়োগ (বিচারপতি) হয় আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নেই।

তিনি বলেন, এটা শুধু আমাকে না, সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করল কে? আইন মন্ত্রণালয়। খসড়া করল আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রভাব এই আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের মধ্য থেকে। সুপ্রিম কোর্ট বার বা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না আর নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধি এখানে থাকবে—বিশ্বাস করা যায়?

অনতিবিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীদের মধ্য থেকে ভালো বিচারপতি নিয়োগের জন্য এই আইন (অধ্যাদেশ) সংশোধন করা উচিত বলে মনে করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আইনজীবীদের প্রতিনিধি যাতে এখানে থাকে, সে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান। মানে উনি রাষ্ট্রের প্রতিনিধি। তিনি নির্বাচিত প্রতিনিধি না। আইন বিশেষজ্ঞের কথা বলা হয়েছে, সেখানে আইন বিশেষজ্ঞ কাকে ঠিক করবে, তা বলা নেই। এখানেও শূন্যতা আছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।