ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যুবদল সভাপতি টুকুর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
যুবদল সভাপতি টুকুর হাইকোর্টে জামিন

ঢাকা: ২০১৩ ও ২০২২ সালে পল্টন থানায় করা দুই মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে এ বিএনপি নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।

একইসঙ্গে তার নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত বছরের ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে সুলতান সালাউদ্দিন টুকুকে।

জহিরুল ইসলাম সুমন জানান, ২০১৩ সালের ৬ মার্চ পল্টন থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এছাড়া ২০২২ সালের ২৬ মে পল্টন থানায় আরেকটি মামলা হয়। কিন্তু সেই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ দুই মামলায় হাইকোর্ট আজ সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন। এ জামিনের ফলে তার কারামুক্তিতে বাধা নেই।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।