ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল সরকার।

ওই লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।  

তিনি বলেন, একটি রায়ের মাধ্যমে ১৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার পক্ষে সেটার বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন। সেই লিভ মঞ্জুর করে রায় স্থগিত করা হয়েছে। পরে এটা শুনানির (আপিল শুনানি) জন্য আসবে।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় সরকার। তখন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু হয়। পরে ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী রিট করেছিলেন। সেই রিটের শুনানি শেষে ২০০৮ সালের ২৭ জুলাই বিচারপতি আব্দুর রশিদের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন। রায়ে জাতীয় শোক দিবস পালন এবং ওইsদিন সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেন। এরপর থেকে ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল।

এ অবস্থায় সম্প্রতি সরকার (মন্ত্রিপরিষদ বিভাগ) আপিল বিভাগে আবেদন করে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪, আপডেট: ১২৩৮ ঘণ্টা
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।