ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়ার আমজাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার এক কিশোরী (১৪) রাতে নিজ বাড়িতে টিউবওয়েল পাড়ে গোসল করতে গেলে আমিনুল ইসলাম তাকে অপহরণ করে বাড়ির পাশের খড়ের স্তূপের কাছে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ওই বছরের ২১ মে হরিপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। তদন্ত শেষে পুলিশ আমিনুলের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।