ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলা: নড়াইলে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৩৯ পিএম, এপ্রিল ৯, ২০২৫
হত্যা মামলা: নড়াইলে একজনের যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় আহাদ মল্লিক হত্যা মামলায় ইলিয়াছ সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত ইলিয়াছ কালিয়া উপজেলার নড়াগাতি থানার আইচপাড়া গ্রামের সবুর সরদারের ছেলে।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াছ সরদার মোবাইলফোনে কল করে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে আর ফিরে আসেনি। পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে পারোখালী গ্রামের একটি পাটক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নড়াগাতি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদী হয়ে ইলিয়াছসহ পাঁচজনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।  

সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বিচারক আসামি ইলিয়াছকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি চার আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৪:৩৯ পিএম, এপ্রিল ৯, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।