ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
মহারাষ্ট্রে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার  ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম ভারতীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের দাহানু উপকূলে ৪০ শিশু-কিশোর নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে ছয় শিশু-কিশোর। 

শনিবার (১৩ জানুয়ারি) সকালে পারনাকা সৈকেতের কাছাকাছি উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে।

 

তারা হচ্ছে- সনাল বাগওয়ান সুরাই এবং জাহ্নবী হারিশ সুরতি। তাদের প্রত্যেকের বয়স ১৭, তারা স্থানীয় মাসাউলি আম্বেদকরনগরের বাসিন্দা।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাই থেকে দাহানুর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি। পালঘরের পুলিশ সুপার বলেন, দহানুর পারনাকা বিচে সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

‘নৌকায় ৪০জন স্কুল শিক্ষার্থী ছিল। অভিযানে ৩২জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে। ’

উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮/আপডেট: ১৬০৫ ঘণ্টা
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।