ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলায় নিহত সরকারি বাহিনীর ২১ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলায় নিহত সরকারি বাহিনীর ২১ সদস্য

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত বন্দুক হামলায় সরকারি মিলিশিয়া বাহিনীর অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফটি দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঘটনাটি ঘটে। রাতে কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ জানান, সাফানা জেলার বাউরে গ্রামে একজন মৃত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সরকারি মিলিশিয়ার একটি গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়। দুঃখজনকভাবে, হামলায় ২১ জন নিহত হয়েছে। তাদের ওপর গুলি করা হয়েছিল। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

কাটসিনা উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার সেসব রাজ্যের একটি, যেখানে সশস্ত্র গ্যাংগুলো নিয়মিত গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা ও অপহরণ করে এবং বাড়িঘর পুড়িয়ে ও লুটপাট চালিয়ে আতঙ্ক ছড়ায়। এই গ্যাংগুলো জামফারা, কাটসিনা, কাদুনা ও নাইজার রাজ্যের মধ্যবর্তী বিশাল বনাঞ্চলে শিবির স্থাপন করে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা শিক্ষার্থীদের দলগত অপহরণের জন্য কুখ্যাত হয়ে উঠেছে।

২০২৩ সালে কাটসিনা রাজ্যের গভর্নর দিক্কো উমার রাড্ডা কাটসিনা কমিউনিটি ওয়াচ কর্পস (কেসিডব্লিউসি) গঠন করেন, যাতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করা হয়। এদের কাজ হচ্ছে সেনাবাহিনী ও পুলিশকে গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ