ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী বছর বিশ্ব বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকবে: আইইএ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আগামী বছর বিশ্ব বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকবে: আইইএ

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের এক পূর্বাভাসে জানিয়েছে ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর মেয়াদ বাড়ালেও ২০২৫ সালে বিশ্ব তেলের বাজার পর্যাপ্ত সরবরাহ থাকবে।  

আইইএ তাদের ২০২৫ সালের বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে সেখানে দিনে ১.১ মিলিয়ন ব্যারেল (বিপিডি) চাহিদা বৃদ্ধির কথা বলছে, যা গত মাসের ৯৯০,০০০ বিপিডি পূর্বাভাসের চেয়ে বেশি।

মূলত চীনের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝোঁক তেলের চাহিদার ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। চীন ঘোষণা করেছে, ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা তাদের আর্থিক নীতিতে শিথিলতা আনবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আরও সক্রিয় রাজস্ব নীতি গ্রহণ করবে।  

ওপেক প্লাস সম্প্রতি তেলের উৎপাদন বৃদ্ধি করার সময়সীমা তিন মাস পিছিয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে নির্ধারণ করেছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ পূর্ণমাত্রার উৎপাদনে ফিরে আসার পরিকল্পনা করছে।

আইইএ জানিয়েছে, উৎপাদন না বাড়লেও ২০২৪ সালে তেলের সরবরাহ প্রতিদিন  ৯৫০,০০০ ব্যারেলের বেশি থাকবে। যদি ওপেক প্লাস মার্চের শেষে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে সরবরাহ ১.৪ মিলিয়ন বিপিডিতে পৌঁছাবে।

২০২৪ সালের তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দুই সংস্থার পূর্বাভাসে মতভিন্নতা রয়েছে। ওপেক তাদের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমালেও তাদের পূর্বাভাস আইইএ-এর চেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।