ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণের জাবাবে ইসরায়েলি ‘প্রতিরক্ষা মূলক হামলা সম্পন্ন হয়েছে’।  

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকিগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছি।

হাগারি লেখেন, ইরান যদি আবারও প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল তার জবাব দিতে বাধ্য।

কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর দুই ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে জানান, ইরানে ইসরায়েলি হামলা আপাতত এখানেই শেষ।

এরআগে ইসরায়েলের সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের উপর ইসরায়েলি হামলা আরও কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। তাছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যম গুলো ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে একই খবর প্রচার করে আসছিল।  

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।

সেই হামলার জবাব ইসরায়েল কীভাবে দেবে তা নিয়ে আন্তর্জাতিজ অঙ্গনে এতদিন নানা জল্পনা চলে আসছিল সঙ্গে ছিল মধ্যপ্রচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়। এমন এক পরিস্থিতে ইরানে অনেকটা ‘প্রতীকী হামলা’ চালিয়ে দায় সাড়লো ইসরায়েলি বাহিনী।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।