ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে হামাসের ফিল্ড কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
লেবাননে হামাসের ফিল্ড কমান্ডার নিহত

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস বলছে, দক্ষিণ লেবাননে তাদের ফিল্ড কমান্ডার মাহমুদ আল-নাদের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

হামলাটি কোথায় হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীটি এটি স্পষ্ট করেনি। তবে টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামাস জানায়, আল-নাদের দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের মারজায়ুনের বাসিন্দা ছিলেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৩৫। আহত হয়েছেন এক হাজার ৬৪৫ জন।  

হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে ‘হিসাব মেটানোর যুদ্ধে’র ঘোষণা দেওয়ায় পূর্নাঙ্গ যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী দক্ষিণ লেবাননে বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এটি একটি কূটনৈতিক সমাধানের জন্য জোরালো আহ্বান পুনর্ব্যক্ত করেছে।  

যুক্তরাষ্ট্রও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এক মুখপাত্র জানিয়েছেন, তারা লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে মিত্র-অংশীদারদের রক্ষায় প্রস্তুত বলেও জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।