ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ৪, ২০২৫
মার্কিন শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করল চীন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) মামলা করেছে চীন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি।

খবর বিবিসির।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মার্কিন শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি এই শুল্ক সংস্থার সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলাকে দুর্বল করে।

তিনি আরও বলেন, এটি একপাক্ষিক প্রভাবশালী আচরণ, যা বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির স্থিতিশীলতাকে বিপদে ফেলছে। চীন এর তীব্র বিরোধিতা করছে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের আরোপ করা ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির এমন পদক্ষেপ বাণিজ্য সংকটকে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে।

বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চলতি বছরের শুরুতে তিনি ২০ শুল্ক আরোপ করেছিলেন।  ফলে মোট শুল্কের মোট হার হবে ৫৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।