ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌবাহিনী ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে। সোমালিয়া উপকূলে তাদের মাছ ধরার জাহাজটিকে অপহরণ করে জলদস্যুরা।

৩৬ ঘণ্টার মধ্যে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা দ্বিতীয় অভিযানে তাদের উদ্ধার করে।

এর কয়েক ঘণ্টা আগে ১৭ ইরানি ক্রুসহ আরেকটি জাহাজ উদ্ধার হয়। এ জাহাজও অপহরণ করেছিল জলদস্যুরা, নৌবাহিনী এমনটিই বলছে।  

গেল কয়েক সপ্তাহে বিপদে পড়া জাহাজ ও নাবিকদের কাছ থেকে আসা বেশ কয়েকটি সংকেতে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী।  

সোমালিয়া উপকূলে জাহাজে সাম্প্রতিক হামলা এ শঙ্কা বাড়িয়ে দিয়েছে যে, অঞ্চলটিতে জলদস্যুরা আবারো সক্রিয় হয়ে উঠছে।

আইএনএস সুমিত্রা সোমালিয়ার পূর্ব উপকূল এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ