ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
গাজায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গাজা ৪ লাখেরও বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের হিউম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স অফিস (ওসিএইচএ ) এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার ১০ লাখ বাসিন্দাকে শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যেতে বলে। ওসিএইচএ জানিয়েছে যে এই আদেশের পর কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ থেকে পালিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ফিলিস্তিনিদের পক্ষে মানবিক বির্যয় ছাড়া উত্তর ছেড়ে যাওয়ার আদেশ মানা প্রায় অসম্ভব।

ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, পানীয়জল উৎপাদন প্ল্যান্ট গুলো বন্ধ হয়ে পড়ায় বেশিরভাগ গাজাবাসীই বিশুদ্ধ পানীয়জল পাচ্ছেন না। শেষ অবলম্বন হিসেবে তারা কৃষি কূপ থেকে লোনাপানি পান করছেন, যা পানিবাহিত রোগের বিস্তারে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে।

এদিকে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে গত ২৪ নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।