ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭ সংগৃহীত ছবি

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছেন।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সুড়ঙ্গ পথে এ দুর্ঘটনা ঘটে।

 

উদ্ধার কর্মকর্তা বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য পাওয়া গেছে।  

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান।

এর আগে,  গত ২৯ জানুয়ারি বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে আগুন ধরে যায়। এতে ৪০ জন নিহত হন।  

উল্লেখ্য, দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

খবর: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।