ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতে স্থগিত ডোনাল্ড ট্রাম্প

ফেডারেল প্রোগ্রামের জন্য তহবিল বন্ধ করার নির্দেশনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ট্রাম্পের ওই আদেশ কার্যকর হওয়ার হওয়ার কথা ছিল।

তার আগেই এই স্থগিতাদেশ জারি করা হয়। খবর আল জাজিরার।  

ডিস্ট্রিক্ট বিচারক লোরেন এল. আলিখানের জারি করা এই স্বল্পমেয়াদী স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন ফেডারেল প্রোগ্রামগুলোর তহবিল বন্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।

স্থগিতাদেশে আলিখান বলেছেন, তার সামনে এই বিষয়টি উত্থাপনের পর স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।  বিচার বিভাগের একজন আইনজীবীর কাছে জিজ্ঞাসা করে তিনি জেনেছেন, কোন কোন প্রোগ্রামগুলো ট্রাম্পের স্থগিতাদেশের আওতায় পড়বে সরকার তা এখনো জানে না।  

আলিখান আশা করছেন যে তিনি আগামী সপ্তাহের শুরুতে এর ওপর একটি দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ দেওয়া বিবেচনা করবেন।

সমালোচকরা আগেই সতর্ক করেছিলেন, ট্রাম্পের এই আদেশটি বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস এবং দুর্যোগ সহায়তা প্রকল্পগুলোকে বিঘ্নিত করতে পারে।

কিন্তু ট্রাম্পের কর্মকর্তাদের যুক্তি ছিল, ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে বৈচিত্র্য-সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) প্রোগ্রামের মত যে সকল প্রোগ্রামগুলো বন্ধ করতে চান তার জন্য এই স্থগিতাদেশটি প্রয়োজন।

ফেডারেল বাজেটের আওতাভুক্ত অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট একটি নোটে জানিয়েছে, ট্রাম্পের স্থগিতাদেশটিতে ‘বিদেশি সাহায্যের জন্য’ এবং ‘নন-গভর্নমেন্টাল সংস্থার’ জন্য দেওয়া অর্থ বরাদ্দও অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউস বলেছে, এই আদেশ সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার পেমেন্ট বা সরাসরি ব্যক্তিদের দেওয়া সহায়তাকে প্রভাবিত করবে না। যার মানে হলো দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রকল্পগুলো এই মুহূর্তে প্রভাবিত হবে না।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।