ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

‘গেরিলা ও মিত্র বাহিনীর লড়াইয়ে পাকিস্তানিরা পরাজিত হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
 ‘গেরিলা ও মিত্র বাহিনীর লড়াইয়ে পাকিস্তানিরা পরাজিত হয়’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

একাত্তর সালে মুক্তিযুদ্ধে গেরিলা ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পরাজিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

কলকাতা: একাত্তর সালে মুক্তিযুদ্ধে গেরিলা ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পরাজিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

সোমবার (১৯ ডিসেম্বর) কলকাতায় পাঁচ দিনব্যাপী বিজয় উৎসবের শেষ দিনে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলানিউজটোয়ন্টিফোর

মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করে এইচ টি ইমাম বলেন, অতীতে কী বর্তমানে, পাকিস্তানকে মানুষ নয়, পশু বলা উচিত।

এ সময় তিনি ভরতের তৎকালীন নেত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশে মুক্তিযুদ্ধে তার সহযোগিতার কথাও স্বীকার করেন।

অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।