ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ভারত

ভারতে উপাসনালয় নিয়ে আপাতত নতুন মামলা নয়

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ভারতে উপাসনালয় নিয়ে আপাতত নতুন মামলা নয়

ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, এই মামলার শুনানি চলাকালীন দেশের কোথাও এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা যাবে না।

বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ওই আইন পাস করা হয়েছিল। ওই আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট যে সম্প্রদায়ের উপাসনাস্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না।  

বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।

সম্প্রতি ভারতে বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদতে হিন্দু মন্দির ছিল– এ ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতগুলো সার্ভে করার অনুমতি দিয়েছেন।

বৃহস্পতিবারের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলেন, যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমরা মনে করি যে কোনো নতুন মামলা দায়ের করা উচিত নয়। নতুন করে মামলা করা হবে না।

সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো আদালতে বিচারাধীন মামলায় কোনো অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশ দেওয়া যাবে না। জরিপের আদেশও দেওয়া যাবে না বলেও জানান সুপ্রিম কোর্ট।  

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে বলা হয়েছে। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় আইনটির বিরুদ্ধে মূল আবেদনকারী।

বিবিসি বাংলা অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।