ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ভারত

মাদার তেরেসা সম্মাননা: আয়োজনে বাংলাদেশিরা না থাকায় আফসোস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
মাদার তেরেসা সম্মাননা: আয়োজনে বাংলাদেশিরা না থাকায় আফসোস

কলকাতা: মাদার তেরেসা সম্মাননার ২৫তম বর্ষ ছিল এবার। এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) কলকাতার বিলাসবহুল এক হোটেলে ছিল জমকালো আয়োজন।

তবে এবার বাংলাদেশিদের আমন্ত্রণ না জানাতে পারায় আফসোস উদ্যোক্তাদের। তারা বলছেন, ভিসা সমস্যা। সমস্যা মিটলে এরপরই বাংলাদেশি গুণীজনদের আমন্ত্রণ জানানো হবে।

অন্যতম উদ্যোক্তা তপন রায় এ নিয়ে বলেন, আমরা আমন্ত্রণ জানালাম, কিন্তু ভিসার কারণে আসতে পারলেন না। তা কি ভালো দেখায়? এ কারণে দাওয়াত পাঠানো হয়নি।  

তিনি আরও বলেন, ২৫ বছরে এই প্রথম বাংলাদেশের গুণীজনদের আমন্ত্রণ জানাতে পারিনি। বিষয়টি আমারদের কাছেও দুঃখজনক।

এবার দেশ-বিদেশের বিশিষ্ট কয়েকজন মাদার তেরেসা সম্মাননা পেয়েছেন। সমাজে নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক আওয়ার্ড-২০২৫’ পেয়েছেন নাইজেরিয়াবাসী সমাজসেবি চেরতি লেবান্য।  

এবারই প্রথম কোনো নাইজেরিয়ানকে এই সম্মাননা তুলে দেওয়া হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এ ছাড়া ভারত থেকে পেয়েছেন বাংলার সংগীতশিল্পী ও মিউজিক পরিচালক অনুপম রায়, অভিনেতা রাজেশ শর্মা, বিখ্যাত ভায়োলিন বাদক দেব শঙ্কর রায় ও জ্যোতি সরকার, বেঙ্গল ফ্লিম করপোরেশনে প্রেসিডেন্ট রমা শঙ্কর খেমকা, দিল্লিবাসী সমাজকর্মী ভিনেতা বর্মন, বলিউড অভিনেতা সঞ্চয় কুমার ভারতীসহ আরও কয়েকজন।  

এবার সব ছাপিয়ে গেছে শিল্পী সুবিমল দাসের তৈরি মাদারের ভাস্কর্য। মূর্তিটি সিলিকনের। সামনে থেকে দেখলে মনে হবে ক্যাথলিক সন্ন্যাসিনী মাদার তেরেসা স্বয়ং যেন বিরাজ করছেন মঞ্চে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০২৫
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।