ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার ৩

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

 

গ্রেপ্তার তিনজনের নাম - আর্য দাস, সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায়। তারা হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য।  

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার বারাসত স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে কয়েক জন প্রতিবাদ করছিলেন। খবর পাওয়া মাত্রই বারাসত থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা যে বজরং দলের সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনটির নেতা বাপন বিশ্বাস।  

তিনি  বলেন, ‘বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম। ’ 

তিনি হুঁশিয়ারি দেন, গ্রেপ্তার হওয়া আমার সংগঠনের তিন সদস্যকে পুলিশ যদি না ছা়ড়ে, তা হলে বড় আন্দোলনের পথে হাঁটব আমরা।

উল্লেখ্য, ৫ আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিত্র শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে।

এছাড়া পালিয়ে দেশ ছাড়ার পর ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে ঢাকার অসন্তোষসহ বিভিন্ন কারণে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনাও প্রকট আকার ধারণ করেছে।

এরইমধ্যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে দুই দেশে পতাকা অবমাননার ঘটনা ঘটছে।

এরই জেরে গত ২ ডিসেম্বর আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন ছিঁড়ে ফেলেন তারা।  

এ ঘটনার পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনার পারদ চরমে।   

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।