ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দেশে দ্রুত টিকা তৈরির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
দেশে দ্রুত টিকা তৈরির সুপারিশ

ঢাকা: দেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন উৎপাদনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির  সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী  জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক,  মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী,  মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া  নুর, রাহগির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম মিলন অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লি. গোপালগঞ্জ শাখার কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কোভিড -১৯ প্রতিরোধী নিরাপদ ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশে কার্যকর ও দ্রুত  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি কোভিড পরিস্থিতি  মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনগণকে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও বিষয়ে পরামর্শ দিয়েছে।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বি.এম.এ, কোভিড পরামর্শক কমিটি ও স্বাচিপের সভাপতি বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময় ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।