ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় মৃত্যুশূন্য মমেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
করোনায় মৃত্যুশূন্য মমেক ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। তবে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ কুমার সাহা (৫৯)। তিনি নেত্রকোনার সদরের বাসিন্দা।

মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ মোট ১০৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়েছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৪২ জন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।