ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু প্রতীকী ছবি।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মোসলেম উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

এছাড়া পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪০টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় মোট এক লাখ ৪১ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ‍্যে করোনা শনাক্ত হয়েছেন ২১ হাজার ৭৩১ জন। এছাড়া জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৫৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৩৯ হাজার ১৯৭ জন।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে আইসিইউতে আট জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় জন।

এছাড়া হাসপাতালের ওয়ান স্টপ ফ্লু-কর্নারে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ৪৬ জন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন তিন জন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।