ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ৩ মাস পর করোনায় মৃত্যু শূন্য 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
সিলেটে ৩ মাস পর করোনায় মৃত্যু শূন্য  সিলেটে ৩ মাস পর করোনায় মৃত্যু শূন্য 

সিলেট: টানা তিন মাস পর সিলেটে মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৭ জন।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের করোনা আক্রান্ত ৪৭ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে তিনজন ও মৌলভীবাজারে ১৩ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও আটজন করোনা আক্রান্ত হয়েছেন।

গত দেড় বছরে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৩২ জন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন মোট ৪৬৭ হাজার ১৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩৭ জনের।

বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮৩২ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১১৪ জন মারা গেছেন।

এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৬ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে নয়জন, হবিগঞ্জে ছয়জন ও মৌলভীবাজারে তিনজন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৮২ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২০ জন। উপসর্গ নিয়ে ৫৬ জন এবং আইসিইউতে রয়েছেন ছয়জন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।