ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিসিক এলাকায় টিকা নিয়েছেন পৌনে ৪ লাখ মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
সিসিক এলাকায় টিকা নিয়েছেন পৌনে ৪ লাখ মানুষ

সিলেট: সিলেটে তিন দিনব্যাপী চলা গণটিকা কার্যক্রমে মডার্নার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫ হাজার ১৬৯ জন নারী-পুরুষ। আর প্রথম ডোজ নিয়েছিলেন ৬৬ হাজার ৪৪০ জন।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) গণটিকা কার্যক্রমের সমাপ্তি টানে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা। গত মঙ্গলবার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়। নগরের ২৭টি ওয়ার্ডে ৮২টি টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।

বৃহস্পতিবার শেষ দিনে ১৯ হাজার ৩৯৯ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে দ্বিতীয় ডোজের টিকা পাওয়া ১৭ হাজার ২৮৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৪৫ ও নারী ৮ হাজার ৫৪৪ জন।

বুধবার ২৪ হাজার ২৯৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৫ হাজার ৪৩ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৭৯০ এবং নারী ১২ হাজার ২৫৩ জন।

গণটিকার প্রথম দিনে গত মঙ্গলবার ২২ হাজার ৮৩৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬২৩ জন এবং নারী ১০ হাজার ২১৪ জন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিসিকের আওতাধীন এলাকায় অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ যাবত কোভিড শিল্ড, সিনোফার্ম, মডার্নার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৭১৬ জন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন সর্বমোট দুই লাখ ১২ হাজার ২৪৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক লাখ ৬৭ হাজার ৪৭৩ জন।

এ যাবত কোভিড শিল্ড ভ্যাকসিন নিয়েছেন মোট এক লাখ ২০ হাজার ১৩১ জন। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৭০৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৪২৮ জন। সিনোফার্মের টিকা নিয়েছেন ৩১ হাজার ১১৪ জন। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৯১৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ হাজার ১৯৮ জন। মডার্নার টিকা নিয়েছেন মোট ৯৬ হাজার ৮৫৬ জন। এরমধ্যে প্রথমম ডোজ ৫৭ হাজার ১৭৮ এবং ৩৯ হাজার ৬৭৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এছাড়া এনআইডি কার্ডের মাধ্যমে ক্যাম্পেইনে মডার্নার টিকা নিয়েছেন এক লাখ ৩১ হাজার ৬১৫ জন। এরমধ্যে প্রথম ডোজ নেওয়া ৬৬ হাজার ৪৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ১৬৯ জন।

ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, এখনো ৬৪ হাজার ৫৩০ জনকে মোবাইলে এসএমএস দেওয়া বাকি রয়েছে। তাদের পর্যায়ক্রমে এসএমএস দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, ২৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা গত ৭ থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় সিলেট বিভাগের ২ লাখ ৩৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। এর মধ্যে সিলেট জেলার ১৩ উপজেলায় ২২২টি বুথে ৫৮ হাজার ৬৮৮ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।