ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে করোনা টিকার কেন্দ্র পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
রাজশাহীতে করোনা টিকার কেন্দ্র পরিবর্তন

রাজশাহী: কোভিড-১৯ এর টিকা দেওয়ার রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। টিটিসির পরিবর্তে আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া হবে।

এছাড়া আগামী ১১ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টিকা দেওয়া হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগরীতে সরকার নির্ধারিত চারটি কেন্দ্রে নিয়মিত করোনার টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল, রাজশাহী পুলিশ হাসপাতাল, রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতাল। তবে রামেক হাসপাতালের জায়গা স্বল্পতার কারণে মহানগরবাসীর সুবিধার্থে কেন্দ্রটি পরিবর্তন করে ৩১ জুলাই থেকে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে টিকা দেওয়া হচ্ছিলো। কিন্তু  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি ঘোষণার জন্য টিটিসিও খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য কেন্দ্রটি পরিবর্তন করতে হচ্ছে। টিটিসির পরিবর্তে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া হবে। আর আগামী শনিবার (১১ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর থেকে রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত বুথগুলো থেকে টিকা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে বিকেলে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, রাজশাহী মেডিক্যাল কলেজ হাপসাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসএস/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।