ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ধানমন্ডিতে টিকার দ্বিতীয় ডোজ পেতে, লাইনে আড়াই ঘণ্টা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
ধানমন্ডিতে টিকার দ্বিতীয় ডোজ পেতে, লাইনে আড়াই ঘণ্টা!

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ভোগান্তি ছাড়াই মিলছে করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডির ডিঙি কাউন্সিলর কার্যালয়ের টিকা দান কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।

 

সরেজমিনে দেখা যায়, ভোগান্তি ছাড়াই করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিতে পারছেন সাধারণ মানুষ। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।  

গ্রহীতাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ধানমণ্ডি ১৫ নম্বরের বাবুল আলী নামের একজন বলেন, টিকা কার্ড দেখিয়ে সহজেই টিকা নিতে পেরেছি। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এছাড়া আর কোনো ঝামেলা হয়নি।  

টিকা নিতে আসা সাহাদত হোসেন বলেন, টিকা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো সমস্যা হয়নি। সকাল ৮টায় টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, টিকা নিতে পেরেছি সাড়ে ১০ টায়।
 
এ সময় স্বেচ্ছাসেবকরা মাইকে টিকা নিতে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষা করার অনুরোধ জানান।  
 
টিকা দান বিষয়ে কথা বলতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান।   

 
যারা ৭ ও ৮ আগস্ট টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তারা মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
আরকেআর/এসআইএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।