ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রামেকের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যুই উপসর্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
রামেকের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যুই উপসর্গে

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তবে, কেউ করোনা শনাক্ত রোগী ছিলেন না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন, এমন ঘটনা আজই প্রথম।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ১ জন নাটোরের এবং অপর ৩ জন নওগাঁর।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে সেখানে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩৩ জন, শয্যা খালি আছে ১৫৩টি।

বাংলাদেশ সময় : ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১

এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।