ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
মমেক হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত দুই জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়।

মৃতদের পাঁজ জন ময়মনসিংহ জেলার এবং একজন শেরপুর জেলার বাসিন্দা।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ভর্তি হওয়া ১৪ জনসহ করোনা ওয়ার্ডে ১৩৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০০৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।

আগস্ট মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪১৯ জনের মৃত্যু হয়। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গ নিয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।