ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
মমেকের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে কেউ মারা যায়নি। তবে উপসর্গ নিয়ে এক কিশোরসহ সাতজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ময়মনসিংহ জেলারই ছয়জন। তাদের মধ্যে একজন কিশোর রয়েছে। আর অন্যজন জামালপুরের বাসিন্দা।  

ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে আটজন আইসিইউতে আছেন। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।